Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) শীর্ষক প্রসত্মাবিত প্রকল্পের প্রাক-প্রাথমিক, বয়স্ক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের স্থান ও শিক্ষক নির্বাচন/বাছাইকল্পে দরখাসত্ম আহবানের নীতিমালা বাস্তবায়ন ।
বিস্তারিত

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাসত্মবায়িতব্য মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) শীর্ষক (প্রসত্মাবিত) প্রকল্পের আওতায় দেশের প্রতিটি গ্রামে কমপক্ষে একটি করে প্রাক-প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের চাহিদা নিরূপণের জন্য (Need Assessment) উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য কেন্দ্রের স্থান ও শিক্ষক নির্বাচনের নিমিত্ত আগ্রহী প্রার্থীগণের নিকট হতে ৩০-১০-২০১৪ তারিখের মধ্যে সাদা কাগজে দরখাসত্ম আহবান করে দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগামত্মর, দৈনিক আমাদের সময় ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ০৮/১০/১৪ইং দেয়া হয়েছে। ০৯/১০/২০১৪ তারিখের দৈনিক আমাদের সময় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

 

 

 

 মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষাকার্যক্রম(৬ষ্ঠ পর্যায়) শীর্ষক প্রসত্মাবিত প্রকল্পের প্রাক-প্রাথমিক/সহজ কুরআন শিক্ষাকেন্দ্রের স্থান ও শিক্ষক নির্বাচন/বাছাইকল্পে প্রার্থীদের আবেদনপত্র জমা দেয়ার জন্য বিজ্ঞপ্তিতে বর্ণিত নিমেণাক্ত জরম্নরী বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করা হলো।

 

 

 

                          ইতোপূর্বে জরিপের সময় পুরাতন শিক্ষক এবং নতুন শিক্ষকের জন্য যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। তবে তাদেরকে প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্রের জন্য ছাত্র-ছাত্রী ৩০ জন (শিক্ষার্থীর বয়স সত্মর ৪-৫) এবং সহজ কুরআন শিক্ষাকেন্দ্রের জন্য ছাত্র-ছাত্রী ৩৫জন (শিক্ষার্থীর বয়স সত্মর ৬-১০) শিক্ষার্থীর তালিকা জমা দিতে হবে। এ ক্ষেত্রে মসজিদ কমিটি কর্তৃক প্রত্যয়নপত্র  তালিকার সাথে সংযুক্ত করতে হবে। উলেস্নখ্য যে, পাহাড়ী এলাকার কেন্দ্রের জন্য কমপক্ষে ২০জন শিক্ষার্থী হতে হবে।

 

            দরখাসত্ম আহবানের বিজ্ঞপ্তি, আবেদন জমা দেয়ার শর্তাবলী(নীতিমালা), আবেদন ফরমের নমুনা, শিক্ষার্থী তালিকা ছকসহ এতদসংক্রামত্ম যাবতীয় তথ্য www.islamic foundation.org.bd ডাউন লোড করে সংগ্রহ করা যাবে। এছাড়া জেলা কার্যালয়/উপজেলা মডেল রিসোর্স সেন্টার থেকেও সংগ্রহ করা যাবেদরখাসত্ম এবং শিক্ষার্থী তালিকা ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়/ উপজেলা মডেল রিসোর্স সেন্টারে জমা দিতে হবে।  আবেদনপত্র Online-এ বা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে (UISC) গিয়ে ifictcell@gmail.com  বা mushcif @ gmail. com.ই-মেইলে প্রেরণ করা যাবে।

 

          প্রাক-প্রাথমিক/সহজ কুরআন শিক্ষাকেন্দ্রের স্থান ও শিক্ষক বাছাইয়ের বিজ্ঞপ্তির কপি, আবেদনপত্র জমা দেয়ার নিয়মাবলী(নীতিমালা), আবেদন ফরম, শিক্ষার্থীর তালিকার ছক এতদ্সাথে প্রেরণ করা হলো। উক্ত কপি সকল উপজেলায় প্রেরণ করতে হবে। ফিল্ড সুপারভাইজারগণকে নীতিমালা বুঝিয়ে দিতে হবে, যাতে আবেদনপত্র যথাযথভাবে বাছাই করতে পারে।

 

 

          ইসলামিক ফাউন্ডেশনে জেলা কার্যালয়/উপজেলায় প্রাক-প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষাকেন্দ্রস্থাপনের চাহিদা নিরূপণের (Need Assessment) লক্ষ্যে প্রাক-প্রাথমিক/সহজ কুরআন শিক্ষাকেন্দ্রের স্থান ও শিক্ষক নির্বাচন/বাছাই কাজের জন্য ই-মেইলে যেসব প্রার্থী আবেদন প্রেরণ করতে ইচ্ছুক তাদেরকে এ বিষয়ে সহযোগিতা করতে হবে। এছাড়া যেসব প্রার্থী সরাসরি আবেদন করতে ইচ্ছুক তাদেরকেও বিভাগ/জেলা/উপজেলার মডেল রিসোর্স সেন্টার হতে পরিচালক/উপ-পরিচালক-কে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

 

         প্রেক্ষিতে, ৩০/১০/১৪ইং তারিখ পর্যমত্ম Online/ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের ই-মেইল এবং সরাসরি সংশিস্নষ্ট বিভাগ/জেলা/উপজেলায় প্রাপ্ত আবেদনপত্র এবং পূর্বে যারা জরিপের সময় নতুন এবং বিদ্যমান কেন্দ্রের জন্য আবেদন করেছেন তাদের কেন্দ্রের শিক্ষার্থীদের তালিকা (সংযুক্ত ছকে) পৃথক পৃথকভাবে তৈরী করে আগামী ১০/১১/১৪ইং তারিখের মধ্যে প্রকল্প পরিচালক মউশিক বরাবরে প্রেরণ করতে হবে।

 

 

 

 

সংযুক্তিঃ

১। বিজ্ঞপ্তির কপি।

২। আবেদনপত্র জমা দেয়ার নিয়মাবলী (নীতিমালা)।

৩। আবেদন ফরম ছক ‘ক’

৪। শিক্ষার্থী তালিকার ছক ‘খ’।

৫। ৩০/১০/২০১৪ইং তারিখ পর্যমত্ম প্রাপ্ত আবেদনের তালিকা তৈরীর ছক।

 

 

 

(এ.এম.এম. সিরাজুল ইসলাম)

প্রকল্প পরিচালক

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষাকার্যক্রম

ইসলামিক ফাউন্ডেশন

ছবি
ডাউনলোড